Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে


 উপজেলা রিসোর্ সেন্টার ,ফুলবাড়ীয়া ময়মনসিংহ উপজেলা প্রশাসন  থেকে এক কিলোমিটার দূরে পৌরসভার অভ্যন্তরে একটি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলা রিসোর্স সেন্টার উপজেলা পযার্য়ের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে থাকেন। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষাক্রমের নতুন সংযোজিত বিষয়গুলো শিক্ষকদের দ্রুত জানানোর জন্য  স্বল্পমেয়াদী প্রশিক্ষণগুলো  পরিচালিত হয়ে থাকে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ কীভাবে শিখন শেখানো কার্ক্রম পরিচালনা করবেন, কীভাবে পাঠ উপস্খাপন করলে শিক্ষার্থীদের   শিখন স্থায়ী এবং ফলপ্রসূ হবে এইসব বিষয়ে শিক্ষকগণ কিছু পদ্ধতি ও কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন।

প্রতিষ্ঠানটিতে চারটি অনুমোদিত পদ আছে। একজন ইন্সট্রাক্টর,একজন সহকারি ইন্সট্রাক্টর,একজন ডাটা এন্ট্রি অপারেটর ও একজন নৈশ প্রহরী । প্রশিক্ষণ পরিচালনা করা ছাড়াও ইন্সট্রাক্টর প্রতিমাসে ০৫টি এবং সহকারি ইন্সট্রাক্টর প্রতিমাসে ০৭টি বিদ্যালয় পরিদর্শন   করে শিক্ষকদের একাডেমিক সহায়তা প্রদান করেন। এছাড়া সাব ক্লাষ্টার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি, এ্যাকশন রিচার্স পরিচালনা ,নিউজ লেটার প্রকাশ ,ডাটা বেইজ তৈরি ইত্যাদি কার্যক্রম   পরিচালনা করে থাকেন কর্মরত ইন্সট্রাক্টরবৃন্দ।